ব্যাটারি ক্যালিব্র্যেট কি, কিভাবে ব্যাটারি ক্যালিব্র্যেট করতে হয় ?


প্রশ্নঃ ব্যাটারি ক্যালিব্র্যেট কি?

উঃ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি ব্যাটারি স্ট্যাটাস নামে একটি বৈশিষ্ট্য রয়েছে, যা ব্যাটারি ধারণক্ষমতা ট্র্যাক করে রাখে, যখন এটি পূর্ণ বা খালি থাকে। সমস্যা হচ্ছে এটি কখনও কখনও কলুষিত হয়ে যায় এবং উল্টা পাল্টা তথ্য প্রদান করা শুরু করে যেমন ধরুন ব্যাটারিতে 0% হবার আগেই ফোনটিকে বন্ধ করে দেয় অথবা ১০০% পর্যন্ত যেতে দেয় না । এই ধরনের সমস্যা হলেই ব্যাটারি ক্যালিব্র্যেট করা প্রয়োজন।
ব্যাটারি ক্যালিব্র্যেট করার অর্থ হল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে প্রকৃত ব্যাটারি মাত্রার প্রতিচ্ছবি ফিরিয়ে আনা।

প্রশ্নঃ কিভাবে ব্যাটারি ক্যালিব্র্যেট করতে হয় ?
উঃ তিন ভাবে ব্যাটারি ক্যালিব্র্যেট করা যায় 
মেথড-(১) রুটেড ডিভাইসের জন্য -
******************************************
ক) গুগল প্লে স্টোর থেকে Battery Calibration by NeMa নামক অ্যাপ কি ডাউনলোড করে ইন্সটল করেন।
খ) ডিভাইসের ব্যাটারি ১০০% পর্যন্ত চার্জ করুন(এটা করা ভালো কিন্তু আবশ্যক না- ফোনের ব্যাটারি ব্যাটারি ক্যালিব্র্যেট করার পরে সম্পূর্ণ খালি করে , বিরতিহীন ভাবে ১০০% পর্যন্ত চার্জ করা)
গ) চার্জার লাগানো অবস্থায়ই "Battery Calibration" অ্যাপ কি ওপেন করে রুট পারমিশন গ্রান্ট করুন, এবার “Battery Calibration” বাটনে প্রেস করতে হবে। (ডিভাইসের OSঅবশ্যই ২.১+ হতে হবে)
ঘ) কাজ শেষ । এখন চার্জার থেকে ফোনটি খুলে ইউজ করতে থাকেন  
মেথড-(২) নন-রুটেড ডিভাইসের জন্য - এটা খুবই সহজ কিন্তু সময় সাপেক্ষ প্রসেস 
******************************************
ক) ফোনটি অন অবস্থায় ৮ ঘণ্টার বেশি চার্জ করতে হবে (চার্জ দিয়ে ঘুমাতে পারেন )
খ) চার্জ থেকে ফোনটি খুলুন এবং অফ করে আবার ১-২ ঘণ্টা চার্জ করেন।
গ) এবার চার্জ থেকে ফোনটি খুলে অন করুন আর ২ মিনিট অপেক্ষা করুন।
ঘ) এখন আবার ফোনটি অফ করে ১-২ ঘণ্টা চার্জ করুন।
ঙ) কাজ শেষ । এখন আসা করা যায় ব্যাটারি পারফর্মেন্স আগের চাইতে অনেক ভালো হবে ।

মেথড-(৩) নন-রুটেড ডিভাইসের জন্য এটাতে সময় মেথড-(২) এর চেয়ে কম লাগে
******************************************
ক) ফোনের চার্জ সম্পূর্ণ শেষ হয়ে বন্ধ হওয়া পর্যন্ত ইউজ করেতে থাকুন, ফোন অফ হয়ে গেলে আবার অন করে ইউজ করুন অফ না হওয়া পর্যন্ত।
খ) এবার ফোনটি অফ অবস্থায়ই ১০০% চার্জ করুন কোন রুপ বিরতি না দিয়ে (এটা খুবই জরুরি ....এমনকি বিদ্যুৎ চলে গেলেও স্টেপ-ক থেকে শুরু করতে হবে)
গ) ফোনটি অন করে দেখেন ১০০% নেই , তাই ফোন অন অবস্থায়ই আবার চার্জে লাগিয়ে ১০০% করুন
ঘ) স্টেপ - গ ২/৩ বার পুনরায় রিপিট করুন।
ঙ) যদি দেখেন এখন ফোনটি অন-অফ করলে চার্জ ১০০% ই আছে, তাহলে ফোনটি ইউজ করে ০% করে অফ করুন (এর মধ্যে ফোন চার্জে লাগানো যাবে না)
চ) এবার শেষ বারের মত বিরতিহীন ভাবে ১০০% চার্জ করেতে হবে...
ছ) আশা করা যায় ব্যাটারি ক্যালিব্র্যেট সম্পূর্ণ হয়েছে 
Collected: Android Authority https://goo.gl/qTSaBJ
Collected: XDA Developer - https://goo.gl/6wjfMq

0 Comment "ব্যাটারি ক্যালিব্র্যেট কি, কিভাবে ব্যাটারি ক্যালিব্র্যেট করতে হয় ?"

Post a Comment