কিভাবে স্মার্ট ফোনের ব্যাকআপ বাড়াবেন


#Android স্মার্ট ফোন আমাদের দৈনন্দিন জীবনের সাথে নানা ভাবে জড়িয়ে আছে...যা ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারি না...কিন্তু এই #Android মোবাইলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া...
যা নিয়ে বর্তমানে অনেক গবেষনা চলছে যে কিভাবে মোবাইলের ব্যাটারি দীর্ঘায়ু করা যায়... তাছাড়া #Android_OS_Update এর মাধ্যমেও চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়ত...তার পরেও আমরা আশানুরূপ ফল পাচ্ছি না...
কিন্তু আমারা যদি ছোট-খাটো কিছু ব্যাপারে একটু খেয়াল করি বা পরিবর্তন আনি তাহলে হয়ত আমরা মোবাইলের ব্যাটারি একটু হলেও দীর্ঘায়ু করতে পারি.....
আর তাছাড়া অনেকেই গ্রুপে পোস্ট/মেসেজ করে ব্যাটারি ড্রেইনিং কমানোর অপশন জানতে.........
তাই আজ আমি সেই বিষয় গুলাই তুলে ধরার চেষ্টা করবো .......  
১/ মোবাইলের Auto Brightness Off করে রাখুন । Auto Brightness Off করে রাখলে Light Sensor কম কাজ করে যার জন্য ব্যাটারি কম খরচ হয়
২/ Bluetooth/NFC/Location এই ধরনের সকল Conectivity অপশন (প্রয়োজন ছাড়া) off করে রাখুন
৩/ দরকার ছাড়া WiFi/Mobile Data off করে রাখুন । Mobile Data মোবাইলের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলে, সবসময় 4G off করে রাখুন (যেহেতু BD তে 4G Available না) ২G/3G Enable করে রাখুন । এলাকা অনুযায়ী 2G/3G use করুন । ধরুন কোন এলাকায় 2G Coverage আছে কিন্তু 3G Coverage নাই । তো সেখানে শুধু 2G সেট করে ব্যবহার করুন
৪/ WiFi Setting(Settings>>Wi-Fi>>Setting Gear/Option) এ Keep Wi-Fi on During Sleep নামে একটা অপশন আছে ওই অপশনটা Never করে রাখুন
৫/ Vibration On Touch/ Vibration on Call এই ধরনের অপশন Off করে রাখুন
৬/ Live Wallpaper অথবা Custom Theme ব্যবহার না করার চেষ্টা করুন । সবসময় চেষ্টা করুন Black Color এর Wallpaper/Theme ব্যবহার করা
৭/ Image Enhancement অপশন Off করে রাখুন । Image Enhancement অপশনটি চালু করে রাখলে খুব বেশি যে লাভ তা কিন্তু না
৮/ Auto Sleep Mode যত কম টাইম করে রাখা যায় ততই ভাল (আমি ১৫ সে. দিয়ে রাখি)
৯/ Home Screen এ widget use করা বাদ দিন । কিন্তু Clock তো রাখতেই হবে  
১০/ Immediate Lock Device, when Screen is off এই অপশনটি চালু করে রাখুন
১১/ যে যে appsগুলু সাধারণত ব্যবহার করা হয় না সেই গুলা Force Stop(Settings>> Apps>>Apps"Name">>Force Stop/Disable) করে রাখুন
১২/ Developer Options থেকে Transition/Window Animation Scale Off করে রাখুন
১৩/ Auto Sync Off করে রাখুন । চাইলে দিনের কোন এক সময় Sync করে আবার Sync Off করে রাখতে পারেন 
১৪/কোন অ্যাপ use করা শেষ হলে Recent Panel থেকে Close করে দিন । তাহলে অ্যাপ গুলু আর ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না
১৫/ যে Notofication গুলো লাগে না সে গুলো বন্ধ/Push করে রাখুন
১৬/ সবসময় চেষ্টা করুন Ads Free অ্যাপ ব্যবহার করার । পেইড অ্যাপ কিনতে না পারলে Moded/Ads Free version use করতে পারেন
১৭/ মাসে অন্তত একবার Battery Calibration করুন (Battery Calibration কি এবং কিভাবে >> https://goo.gl/joPjVV)
১৮/ অনেক সময় দেখা যায় যে সফটওয়্যার আপডেট দেওয়ার পরে ব্যাটারি বেশি খরচ হচ্ছে... তাহলে যে অ্যাপটি ব্যাটারি বেশি খাচ্ছে সে অ্যাপটি uninstall করুন অথবা আপডেট টি uninstall করে দেখুন
১৯/ চার্জে লাগানো অবস্থায় মোবাইল ফোন ব্যবহার পরিহার করুন...... সম্ভব হলে Airplane Mode চালু করে চার্জ দিন ...এতে ব্যাটারির ওপর চাপ কম পরবে ...চার্জ ১০০% Complete হওয়ার পরেও আর ১৫/২০মি. চার্জে দিয়ে রাখুন
২০/ সকল প্রকার 3rd Party System Tuning App (বিভিন্ন power saving/Virus Removal Types Apps) ব্যবহার পরিহার করা ... কারণ এই ধরেনের অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যার জন্যে ব্যাটারি বেশি খরচ হয়

আমার আপাতত যে যে অপশন গুলার কথা মনে ছিল সেই গুলা শেয়ার করলাম...আর কোন অপশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন......
এই সব গুলা অপশনই ইন্টারনেট থেকে পাওয়া যার রেফারেন্সও আমি দিয়ে দিয়েছি ............
[NOTE : ১২** Enable Developer Options ==>> Settings >>About Device >> Tap Build version for 7 Times]

0 Comment "কিভাবে স্মার্ট ফোনের ব্যাকআপ বাড়াবেন"

Post a Comment